যেমন পাহাড় থেকে মাটি, নদী থেকে নাব্যতা সরে গেলে কিছুই আর স্বাভাবিক থাকে না
যেমন চোখ থেকে দৃষ্টি, হাত থেকে মায়া, বুক থেকে ভালোবাসা সরে গেলে কেউই আর স্বাভাবিক থাকে না
যখন বুক থেকে মানুষের পরিচয় সরে যায় ,
তখন আমাদের ছেলেগুলো মুখোমুখি বসে
প্রশ্ন করে, তুমি কি হিন্দু না মুসলিম?
এই যে,
আমাদের ছেলেগুলো স্বাভাবিক হচ্ছে না
এই যে,
আমাদের ছেলেগুলো মানুষ হচ্ছে না
কেন জানেন?
কেননা,
তারা কখনো পিতার মুখে শুনেনি মানুষ হওয়ার আহ্বান
কেননা
তারা কখনো শিক্ষকের মুখে শুনেনি মানুষ হওয়ার জয়গান
হে আমার পুত্রগণ,
এখনো তোমাদের বুকে বইছে মানুষ নদী, লাল রক্ত
বৈচিত্র্যময় পৃথিবীর সন্ধানে যুক্ত হও, এক্ষুণি
হৃদয়সন্ধিতে গেঁথে নাও, সমস্ত জগৎ!
মনে রেখো,
যেমন পাহাড় থেকে মাটি, নদী থেকে নাব্যতা
আর তোমার থেকে মানবতা সরে গেলে,
কোনক্রমেই তুমি আর স্বাভাবিক থাকবে না!