আমার দেশের চাষার বাড়ি,
উৎসবেতে থাকে ভরি।
ধান কাটারই মৌসুমে,
নবান্ন হয় আনন্দে।
সারা বাড়ি পিঠা পুলি,
আনন্দের আর নেইকো জুড়ি।
দূরের থেকে কুটুম আসে,
নাচে গানে মেতে থাকে।
ঠাট্টা হাসি চলতে থাকে,
পিঠা খায় পেট পুরে।
নবান্ন শেষে সকলে,
বাড়ি ফেরে আনন্দে।
2022-01-01
জহির রায়হান এর রচিত কিছু বইয়ের নাম