Change your cover photo
বাংলা কবিতা, USER PROFILE কবিতা, কবি - কবিতা অঞ্চল
Upload
SamiulAsad
Change your cover photo
কবি সামিউল আসাদ ২৮ সেপ্টেম্বর, ১৯৯৬ সালে নাটোর জেলার একটি স্বনামধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সামিউল আসাদ এখন পর্যন্ত পৃথিবীর ২৪টি স্বাধীন দেশ ভ্রমণ করেছেন। তিনি কবিতা লিখতে এবং ছবি তুলতে পছন্দ করেন। তার লেখা উল্লেখযোগ্য কবিতা হলো: নাবিক, প্রাণ, গাড়ি, শান্তি ইত্যাদি। সামিউল আসাদ পেশাগতভাবে একজন মার্চেন্ট মেরিন অফিসার। তিনি বর্তমানে একটি বিদেশী বহুজাতিক কোম্পানিতে মেরিন অফিসার হিসেবে কর্মরত আছেন।
This user account status is Approved

কবির জীবনী:
--------------------------------------
সামিউল আসাদ সজীব, পেশায় একজন মার্চেন্ট মেরিন অফিসার। জন্মগ্রহণ করেন, নাটোর জেলার, বড়াইগ্রাম থানার, দিয়াড়গাড়ফা গ্রামের একটি সমৃদ্ধ মুসলিম পরিবারে। চার সদস্যের পরিবারে আছেন তার বাবা, মা এবং ছোট বোন। তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশের সর্বোচ্চ মেরিন বিদ্যাপীঠ, বাংলাদেশ মেরিন একাডেমি তে। 'বাংলাদেশ মেরিন একাডেমি' হলো 'ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি, সুইডেন' এর পরিচালিত বিশ্বব্যাপী চোদ্দটি ব্রাঞ্চ এর মধ্যে একটি। সামিউল আসাদ ৮ম শ্রেনীতে অধ্যয়নরত অবস্থাতেই তার কবিতা লেখায় হাতেখড়ি হয়। এ পর্যন্ত তার ৫০ টির ও অধিক কবিতা দেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো: নাবিক, প্রাণ, গাড়ি, শান্তি প্রমুখ। তন্মধ্যে নাবিক কবিতাটি কবির নিজের বাস্তবিক জীবন থেকে লেখা। জাহাজে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবার সময় এই কবিতাটি লিখেছিলেন। মেরিন অফিসার হবার সুবাদে তিনি ইতিমধ্যে ২৪ টি স্বাধীন দেশ ভ্রমণ করেছেন। এবং সাথে সাথে বৃত্তাকারে পাড়ি দিয়েছেন সমস্ত পৃথিবীকে। তিনি ভবিষ্যতে জাহাজের ক্যাপ্টেন হয়ে পৃথিবীর অর্থনীতি সচল রাখতে বিশিষ্ট ভূমিকা রাখতে চান।

Male
Bangladesh
Natore