5/5 - (1 vote)

জীবনটা বৃহৎ দামি;
অনেক বেশি টাকা-করি,
সময়ের চেয়ে বেশি।
সকল জাতের প্রাণীই হল,
জীবনের মুক্তিকামী।
সকল পেশার মানুষ্য জাতি,
জীবন দিতে নাহি রাজি।
জীবনটা থাকলে পরে,
অর্থ-সম্পদ ছাড়তে রাজি।
কতশত আহাজারি,
হঠাৎ হলে জীবনহানি।
এ দুনিয়ার অন্ধ মোহে,
আমরা মানুষ পাপাচারী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments