4/5 - (1 vote)

হয়েছে সূর্য উদয় যাবে অস্ত রবে না,
ও মন বুঝেও কেন বুঝলি না।।

জীবন রবি উদিত হয়েছে পুবে
ঐ দেখ আয়ু সূর্য যায় ডুবে
দেখেও দেখলি না মন এ ভবে
মরণ অন্ধকারে উপায় পাবে না।।

কত ঢেউ এল গেল সমুদ্রের তীরে
ঘুরে কেউ এলনা তরঙ্গের ভিরে
মোর জীবনের আবসান আসে ধিরে
অজানায যাব চলে ফিরে আসব না।।

পায় নায় কেউ ভববন্ধন থেকে মুক্তি
আজরাইল মানবে না তোর কোনো যুক্তি
মৃত্যু কে করবি বরণ এ যে মহা সত্য উক্তি
ভব মায়ায় ভবে কর না ভোগের বাসনা।।

অনিত্য পিতা মাতা দারা সূত পরিজনে
আপন পর স্বজন মৃত্যুর বশে সর্বজনে
অর্জিত সম্পদ ভোগ করবে কোন জনে
পার্থিব সম্পদ মর্তে রবে সাথে নিতে পারে না।।

আসিলে ক্রমানয়ে মেনে বিধাতার রীতি
পিতামহের পূর্বে পৌত্রের মরণ ভবের নীতি
প্রতি জীবে গাইবে মহা সত্য মৃত্যুর গীতি
যত ছলনায় করো শাফায়াত রেহাই পাবি না।।

জাগতিক মায়া ও গোলক ধাঁধাঁয় আছ পড়ে
কামেল ও মুক্কাম্মেল মুর্শদের ঐ কদম ধরে
এলেম কালাম শিখে আমল কর বাহ্য ভ্রম যাবে দূরে
গুপ্ত তত্ত্ব জেনে দিব্য চক্ষু পাবে মরণের ভয় রবে না।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments