নশ্বর জগতে সবি অলিক ভেব না
ভবে শ্রেষ্ঠ কীর্তি করে অমরত্ব দান
বৃথা জন্ম,যদি নাহি হও কীর্তিমান
তোমার হতে অবনী করে যে বাসনা।
সবে করো কীর্তি দান,যশের কামনা
জীবের তরে সু কার্যে, শত্রু দেবে মান
সেবা করো সৃষ্টি কর্মে শঁপে দিয়ে জান
দৈন্যে দানে খ্যাতি আশা, সর্বদা করো না।
যশহীন মৃত্যু তুল্য,কীর্তিমান ধন্য
ধরা ধামে ও স্বর্গে সে লভে শান্তি পূণ্য
অন্যথায় পাবে শাস্তি কুকর্মের জন্য ।
হেলায় কার্য নষ্ট না করে কিনো পণ্য
সৃষ্টির সেবায় কর্ম দিয়ে হও মান্য
তবেই যশস্বী হবে,ধরা মাঝে গণ্য।