1.5/5 - (2 votes)

যে নিয়েছে রাসুলুল্লাহর (সাঃ) স্মরণ
পেয়েছে মানিক ও রতন,
তব তার ভয় নাই।
তুমি বিহনে এ জগতে মোর কেহই নাই।।

পরিত্রাণ দিলে কত রুগ্ন জনে
মৃত দেহ পেল প্রাণ আলো পেল অন্ধ নয়নে,
ক্ষত জখম পেল উপশম মোবারক হাতের পরশে
শুকনো স্থন হল দুধের ফোয়ারা পূত হস্তের স্পর্শে
দো জাহানে এ অধম তোমাকে চাই।।

বিশ্ব সম্পদের অব্যয় ভাণ্ডার হতে
ফিরাইয়ো না মোরে রিক্ত হাতে,
তুমি দাতা পরিতুষ্ট কর অন্তরে
তোমার দানে ধন্য কর মোরে,
কঠিন নিদানো কালে যেন তোমাকে পাই।।

যদি সৃষ্টি না হতেন রাহমাতাল্লিল আল আমিন
আবির্ভাব হত না মানুষ ও জীন,
তোমার উসিলায় সৃজিত হল বিশ্ব ভুবনময়
মোর গোরে আসিবেন কী দয়াময় ?
সামর্থ্য নাই তবু প্রশংসা গাই।।

ইউনুস নবী মাছের পেটে ঘোর সংকটে
তোমার উসিলা নিয়ে পরিত্রান ঘটে,
আইয়ুব নবী যখন কঠিন পীড়ায়
মুক্তি পেলেন তোমার উসিলায়,
কী জানি হয় মোর মিজানের রায়।।

ভালোবেসে তোমায় থাকিত সাথে ইহুদি বেদীনে
নিয়ে যেতে পারিল ইমান মৃত্যুর শেষ দিনে,
তোমাকে দু নয়নে না দেখিয়া কভু
মোবারক নাম চুম্বনে নাজাত দিল প্রভু,
বারগায়ে রিসালাতের আদবে যেন পুলসিরাত পার হয়ে যাই।।

আদম ইব্রাহিম ঈসা মুসা আলাইহিস সালাম
পেয়েছেন উদ্ধার নিয়ে তব নাম,
তোমার নিশান তলে জীন ও ইনসান খুজিবে নাজাত
কঠিন হাশরের দিন আশ্রয় পাবে কী শাফায়াত?
তোমাকে পাওয়ার আশে মাহবুবের কদম তলে নিয়েছি ঠাঁই।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments