বাংলা কবিতা, মানুষের মানচিত্র ৩২ কবিতা, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ - কবিতা অঞ্চল
4.6/5 - (79 votes)

চোপ। ওই হালা জাউরার পুত, খবিশ জবান তোর থামা,
কি ভাবিস, চোখের সামনে মূলা ঘুরায়ে নাচায়ে পাবি পার?
টাকা দিয়ে রক্ত ধুবি? ধুলোয় ঢাকবি লাশ? স্মৃতি, স্বপ্ন আর
বুকের আগুনে দিবি পানি? ইটের বদলে দিবি ফাঁকি, ঝামা?

চোতমারানির জাত, আমার পোলারে তুই ভিনদেশি বুলি
কেন চাস শেখাতে পড়াতে? তুই বাড়া ভাতে ছাই দিস কেন?
নদীর জোয়ার ভাটা আমার জবানে এসে সাজানো গোছানো
কথা হয়ে ফোটে, কথা হয়ে ফোটে ভাত, বীজধান, বুলবুলি।

থামা, খানকির পোলা তোর ইলা-বিলা থামা। মানুষের ঢল
দ্যাখ নোনা দইরার মতো কূল ভেঙে কেমন গর্জায়ে ওঠে।
কেমন শিমুল দ্যাখ, রক্তজবা কিরকম রাঙা হয়ে ফোটে।
খুনের বদলে খুন, জুলুম চালালে নেবো জুলুমে বদল—

অনেক হয়েছে দেনা, পরনে ত্যানাও আর জোটে না এখন,
না খাওয়া পোলা থুয়ে মাগ যায় আনবাড়ি, আন বিছানায়।
তারেও বা দুষি কেন? পেটে খিদে বিষ হয়ে অনল জ্বালায়।
পেটের ভিতরে বিষ, মাথার ভিতরে বিষ, লোহুতে কান্দন–

কেতাব কোরান যদি সত্য হয় তয় কেন এমন আজাব?
দশজনে পোড়ে আর একজন খোয়াবের বেহেস্ত বানায়,
এই যদি বিচার বিধান তয় মানি না—ভুখা দুনিয়ায়
জুলুম চালায় যারা কেড়ে নেবো তাগো সব সুখের খোয়াব।।

guest
7 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Ruhul amin
2 years ago

চোপ। ওই হালা জাউরার পুত । ভাই বকা দিয়ে কবিতা লেখাটা আমার মণে হয় ভাল না ।

Last edited 2 years ago by Ruhul amin
নাজমুস সাকিব
Reply to  Ruhul amin
2 years ago

তুমি কবিতা পড়তে আইসো না বাবা,কেজির বাচ্চাগোরে পড়াও।

Ruhul amin

ভাইরে ভালো মানুষের আসলে এই জুগে ভাত নাই, আমি তাকে ভালো একটা কথা ব্ললাম আর অনি আমাকে

Last edited 2 years ago by Ruhul amin
Ruhul amin
Reply to  KABIR HUMAYUN
2 years ago

ok sorry

ahnaf
ahnaf
Reply to  Ruhul amin
1 month ago

যুগ বানান শিখে আসো🤣

Rabiul khan
Rabiul khan
Reply to  Ruhul amin
10 months ago

কবি তার দ্রোহের কথা লেখেন, কি শব্দ চয়ন করেন এটা তার মননশীলতার বিষয়।তবে এ কবিতা অন্য দশটা কবিতার মতো নয়।এ কবিতা বুঝতে হলে দেশ প্রেমিক হতে হবে।আমার কাছে অসাধারণ কবিতা মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে।