তারপর নদী ভাঙনের ন্যায় ভেঙে গেল
বিষাদ আর অশ্রুর পাহার।
বাস-স্টপে থেমে যাওয়া বাসের ন্যায় থেমে গেল
প্রেম ভালোবাসা অভিমান আর অভিনয়।
তোমার একবার ফিরে তাকানোর অভিলাষ বুকে
পুষে রেখেছি সবুজ পাখির মত।
তোমাকে শুনবো বলে কান পেতে রাখি
দমকা হাওয়ার ঝিরিঝিরি শব্দে।
আমার পরম ইচ্ছে হয়,
হিজলের ছায়া,বকুলের ফুল,বোশেখের রোদ
হাওরের কলতান,ধানের ঘ্রাণ,পাটের গন্ধ
চোখ ভরে, আঁজলা ভরে উপহার দিতে।
কই নেওয়ার তো তুচ্ছ বাসনাও তোমাতে নেই!
2023-10-01