Review This Poem

একটা নিরুদ্দেশ যাত্রা –
কোন সমুদ্র,
পাহাড়,
বা গহীন ঝরনায়,
একাকী, নিভৃতে।
আমি আর পুরো পৃথিবী –
কোন পিছুটান নেই
কোন কাঁটাতার নেই,
অনন্ত দিগন্তে
ছুটি আমি
ছুটেই চলি
হারিয়ে যাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments