আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো –
কত মেঘে বৃষ্টিতে আমি ঢেকে রাখি বেদনার সুর,
কতখানি গভীর জলে টইটম্বুর আমার কান্নার সমুদ্দুর!
আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো –
যখন তোমার ঠোঁট হাসে
এই মেঘাচ্ছন্ন আকাশে কতখানি রোদ হাসে,
তুমি এলে কি ভীষণ জোছনা ভাসে রাত্রির আকাশে!
আমার যা জানার সবই তো জানো
তবে এত দূরে হারাতে চাও কেনো!