দমকা হাওয়া
2022-07-26
বন্ধুর তব বন্ধু তুমি, আমার প্রাণের ধ্বনি
কন্ঠপাড়ায় উঠেছে আজিকে, অহরহ রনরণী
তোমার সে গান হয়েছে আজিকে, মোর কণ্ঠেতে আসি
সব জবানই হয়েছে আজকে গলার তব ফাঁসি
তবুও বলিতে আসি
সম্মুখে নিয়ে ফাঁসিসম্পূর্ণ
বন্ধু
2022-07-22
সেজনা হাজারো চেয়েছে ক্ষমা যদি নাই সে চায়
তোমার মুখের সামনে বসিয়া যার ব্যাথা সরে যায়
যে তাকে কেবল শান্তিতে রাখে দেহে করে বসবাস
সেই তো আমার প্রাণের প্রিয় বন্ধু আমার আশ।।
প্রকৃত রূপ
2022-07-22
কে জানে কোথায় তুমি আসিয়াছ আমার মৃত্যুকূলে
পথ বয়ে যায় সুদূর থেকে দুর পানে শুধু চেয়ে
কবে থেকে আমি বিরহে রহিব বিলীন তব সত্তা
ঘুমায়ে গিয়াছে যত ব্যাথা মোর প্রাণপ্রিয় শেষ সজ্জা।।