সারমর্মঃ আমাদের জীবন চলার পথে অনেকের সাথে পরিচয় হয় বন্ধুত্ব গড়ে উঠে। কে প্রকৃত বন্ধু কে কৃতিম তাকে সনাক্ত করাই একজন বুদ্ধিমানের কাজ। প্রকৃত বন্ধুই আপনার শুভাকাঙ্খী,অপ্রকৃত বন্ধু স্বার্থবাদী ও সুবিদাভোগী আপনার ক্ষতি করতে পারে।তাই চলার পথে খুব সর্তক ভাবে সবার চলা উচিত।সম্পূর্ণ