বৃষ্টি প্রেমি
2021-11-04
তুমি চাইলে এনে দিব
সহস্র কদম্ব ফুল।
তবুও যদি ভাঙ্গে
তোমার মনের সকল ভুলসম্পূর্ণ
তুমি চাইলে এনে দিব
সহস্র কদম্ব ফুল।
তবুও যদি ভাঙ্গে
তোমার মনের সকল ভুলসম্পূর্ণ
সন্তান ছুঁয়ে দেখেনি
প্রিয় পিতার লাশ।
প্রিয়তমা স্ত্রীও
কাটিয়ে গেছে পাশ।সম্পূর্ণ