আরও একটা দিন
2022-12-18
আরও একটা দিন শৌনক ঠাকুর জলে ভেজা বালিশে এক টুকরো রোদ, রাতজাগা চোখ দু’খানিতে তখনওসম্পূর্ণ
আরও একটা দিন শৌনক ঠাকুর জলে ভেজা বালিশে এক টুকরো রোদ, রাতজাগা চোখ দু’খানিতে তখনওসম্পূর্ণ
সীমানা
শৌনক ঠাকুর
আমার মাঝে মাঝে মনে হয়
সীমানা শব্দের অর্থ কসাইখানা
যেখানে
সাধারণের স্বপ্নকে পিস পিস করা হয় ।
তাই
শব্দটা আজও আমার বুকে ছুরি মারে।
সম্পূর্ণ