প্রিয়তমা আমার,
সন্ধ্যার বিষণ্নতায় এখনো কি পাখি উড়ে?
এখনো কি ভালোবাসা কাছে পেয়ে দূরে ঠ্যালে দাও?
ঠিক যেমন আমি বেসেছি তোমাকে।
সম্পূর্ণ

একদিন
হুটহাট বেরুবো
আধো অন্ধকারে
দুঃখ খুঁজতে
সাহিত্যের আসরে
প্রহর শেষে
দক্ষিনা বাতাসের উষ্ণতায়
খুঁজি
কুয়াশায় অভিমানী মুখ
কাঠফাটা রোদ্দুর ফেলে
ভালোবেসো
তুমিও,কনকনে শীতে।সম্পূর্ণ

আমাদের
হৃদয় উড়ে
ধোঁয়ায় ধোঁয়ায়
ভাসমান চিঠি
আজও
তোমার আকাশে
বলো তো?
এ জীবন কার?
জন্মের নাকি মৃত্যুর
এ জীবন তাদের
যারা ভালোবেসে ডেকেছে
খুব কাছে।🌻সম্পূর্ণ

তুমি থাকবে
আমার একশত বাইশ নাম্বার কবিতায়
তুমি থাকবে মুক্ত খাঁচায়,আমার হৃদয়ে
আমি দেখবো তোমাকে
সন্ধ্যার আকাশে উড়ে যেতে…

সত্যি,সন্ধ্যার আকাশে তোমার উড়ে যাওয়ার দৃশ্যের মতো সুন্দর আর কিচ্ছু হতে পারে না;সম্পূর্ণ

জানি ফিরবে না কেউ
ফিরবে না
আমাদের হঠাৎ আসা বিকেল
ফিরবে না
তোমাকে ছুঁতে একা একা হেঁটে চলা
আসবে না তুমিও
আসবে না প্ল্যাটফর্মের শেষ ট্রেন।সম্পূর্ণ

যেমনটা সেদিনো রেখে চলে গ্যালে
এই সন্ধ্যার অন্ধকারে,দুরত্বের ফাঁকে
তবুও এই অন্ধকারে আমি তোমার হতে চেয়েছি
ঠোঁট গাল বুকের স্পর্শ পেতে চেয়েছি
ফের তোমার নখে ক্ষত বিক্ষত প্রাণ হতে চেয়েছি
তবুও নীরবতার পথ আঁকড়ে
দু’এক কদমে হারিয়ে গ্যালে।
সম্পূর্ণ

এক ফোটা জলের জন্য
ততক্ষণে হাহাকার নেমে আসে বুকে
একটি কবিতার সন্ধানে
গভীর রাতে শহরজুড়ে হাটা
কতশত চুমু ঝরে,হৃদপিণ্ডের পঁচনে
নগরীর এপাশ-ওপাশ;

সত্যি এ হৃদয় যান্ত্রিক,এ শহর যান্ত্রিক
আশাহত হওয়ার কিছুই নেই
কিছুই নেই।সম্পূর্ণ