সভ্যতার ক্রীতদাস হয়ে জন্মেছি বলে অনুতাপ কোরবার অধিকার নেই
পৃথিবীটাকে পাপের শস্যক্ষেত্র মনে হয়—
যেখানে আমার বোনদের প্রতিনিয়ত ছিড়ে খাচ্ছে হিংস্র নখর।সম্পূর্ণ

আততায়ী চোখে জিজ্ঞাসা নেই
কুর্নিশহীন কন্ঠে উচ্চারিত হয় বর্বরতা দেখিয়ো না মৃত্যুফাদ—
গ্যাসোলিনের আগ্রাসনের মতো পৃথিবীর সকল যন্ত্রণাকে গিলে খাচ্ছি—
আমাকে অভ্যর্থিত করো।সম্পূর্ণ

পুরনো পাপ মুখে তুলে ধরে বিষের পেয়ালা—
বেঁচে থাকার আগ্রহ প্রকাশ করি ওরা প্রতিবাদ করে
আকাশ স্পর্শ কোরবার ইচ্ছে হয় পাখিরা বিদ্রোহ শুরু করে—
যেহেতু অন্যের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ অপরাধ।সম্পূর্ণ

পৃথিবীর শরীর থেকে লাশের স্তুপ সরাতে যে সত্তা নিজের হৃদপিন্ডে প্রস্তত করে রক্তমশাল—সেও কোনো একদিন খুন হয়ে যায় আততায়ীর ধুরন্ধর চোখে।সম্পূর্ণ