যদি নদীর ঢেউ ভেঙ্গে জোয়ার আসে তোমার বুকে; যদি সহজ সহস্র-প্লাবন জাগে প্রণয়ের আকুতি মেখে;সম্পূর্ণ

বছরের-পর-বছর, সহস্র বছর শতাব্দীর কোণে লেখা থাকে আমাদের না পাওয়ার দুঃখ,
আমাদের ভোটে কেউ নির্বাচিত হয় না, আমাদের ভোট আমাদের জোট অনেকটা নিঃস্ব পড়ে রয় ভালোবাসার পরিত্যক্ত ডাকবক্সে।
সম্পূর্ণ

চাঁদ, চিলেকোঠার নিষ্প্রভ আলো, বিশ্ববিদ্যালয়ের শ্যাওলা দেয়াল আর পঁচা গণতন্ত্রের নৃতাত্ত্বিক ঠোঁটে প্রাগৈতিহাসিক চুমো দিও।

সম্পূর্ণ

তুমি আসবে আবার- জ্যোৎস্না যেদিন নিমিত হবে তোমার কোলে। তুমি আসবে- এই আর্তনাদে কেটে যাক আমার বাকিটা জীবন, আমার পে্রমের দলিল হোক তোমার কুঠিরের পর্দা।
রুদ্র সুশান্ত সম্পূর্ণ

নয়ন দূরপাল্লায় চেয়ে দেখলো, মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে নতুন শাখার গাছপালা।
তাই তো বুঝে গেছি,
বসন্ত এসে গেছে।

রুদ্র সুশান্ত সম্পূর্ণ

তোমাকে ভালোবেসেছে ব্যস্ত শহর,
বিলবোর্ড দিয়ে ছেয়েছে শিরা-উপশিরা,
ক্লান্ত নগরীর গা ঘেঁষে বেড়ে উঠে মেঘ,
যুবকের মৃত্যুর খবর কি রাখে রুপসীরা?
∆ রুদ্র সুশান্ত সম্পূর্ণ