টের পাবে না
2022-01-30
পুঞ্জিভূত রক্তাভ গোলাপি বর্ণচোরা ফুল ভয় দেখাবে,
তোমার পিঠে খোদাই করা ‘অ্যালমন্ড ব্লোসম’ পাপের ফলনে নষ্ট হবে।
তুমি টের পাবে না।
প্রত্যাখ্যান
2022-01-30
অথচ ফেরেশতাদের সাথে দীর্ঘ বৈঠক এর অন্তে হিম ভোরবেলায়,
মুহুর্মুহু মিনতি করবার পরও আমাকে ফিরিয়ে দিলো তারা,
যেমনিভাবে আমার কবিতা প্রত্যাখ্যাত হয়েছিলো একদিন তোমাদের দ্বারা।
সম্পূর্ণ
সেদিন স্বপনে
2022-01-30
সেদিন স্বপনে,
চামড়া খুলে দেখি রক্তনদীর কল্লোলে
ভেসে ওঠে পৃথিবী,নর-নারী, তারা!
শালিক উড়ছে চামড়ার ভেতর,হৃদপিন্ডে
ওদের নীড়,স্থিতিস্থাপক পাখির বাসা।
অর্ধনগ্ন পিঠ
2022-01-30
তবু একদিন চলে যাবো,
ক্ষত নিয়ে চলে যাবো পরপারে।
নারীর নগ্ন হৃদয়ের পরিপূর্ণতায় কবির স্থান নেই;
খোলস খুলতে খুলতে দেখেছি নারী-
কালো লিপিতে লেখা আছে প্রত্যাখ্যাত আমার নাম,
স্থান নেই।সম্পূর্ণ