আমার মাঝে আমি
2024-11-12
আমিটা কেমন সেটা কেউ জানে না সবাই আমাকে যেমন দেখে আমি ঠিক তেমন না আমিসম্পূর্ণ
আমিটা কেমন সেটা কেউ জানে না সবাই আমাকে যেমন দেখে আমি ঠিক তেমন না আমিসম্পূর্ণ
জীবন স্তব্ধ,এখন শুধু অপেক্ষা কখনো কিছু বলা হয়না, ভয় হয় চারিদিক স্তব্ধ, সময় যেন থেমেসম্পূর্ণ
প্রিয় ডিসেম্বর,
হয় মৃত্যু দাও নয়তো প্রাপ্তি
হয় মুক্তি দাও নয়তো শান্তি ।সম্পূর্ণ
শুধু শূণ্যতার এই দীর্ঘনিশ্বাস আর দীর্ঘ পদধনি।
এই শূন্য বারান্দায় ভাঙ্গা চেয়ারে বসে আছি একা।সম্পূর্ণ
ডানা ঝাপটে মেলে ধরে আমার এই উন্মুক্ত মনে,
উড়া শেষে ক্লান্ত হয়ে অশ্রু হয়ে ঝরে যে আমার যুগল নয়নে ।
একদিন তো প্রকাশ হতেই হবে কষ্ট গুলো কারো না কারো সামনে।
সম্পূর্ণ