প্রেমের চিঠি— ১
প্রেমের দেবী আফ্রোদিতিকে আমি বিনা সংকোচে পাশ কাটিয়ে চলে যেতে পারি, আপনাকে পারি না।সম্পূর্ণ
প্রেমের দেবী আফ্রোদিতিকে আমি বিনা সংকোচে পাশ কাটিয়ে চলে যেতে পারি, আপনাকে পারি না।সম্পূর্ণ
প্রেমের দেবী আফ্রোদিতিকে আমি বিনা সংকোচে পাশ কাটিয়ে চলে যেতে পারি, আপনাকে পারি না।সম্পূর্ণ
এক জীবনের দুঃখ ভীষণ তার পাশে কেউ নেই,
এক জীবনের উচ্ছলতা,”এইতো আমি এই।”
একটা জীবন কেঁদেই বলে, বেঁধেই রাখো সাথে
একটা জীবন বুক ছুঁইয়ে,”হাত রাখো এই হাতে।”সম্পূর্ণ
অবাক মেয়ে কাঁদতে গিয়েও হাসবে শেষে,
তার জীবনের শেষ হাসিটাও আমায় ভালোবেসে।সম্পূর্ণ
হলদে খামে সুগন্ধি মেখে, একটা চিঠি দিই প্রেমিকাকে,
পড়ার টেবিলেই মুখবন্ধ খাম পরে থাকে একযুগ।
ভরদুপুরে দারাজ কন্ঠে দুঃখেরা কষ্ট পরে,
মোহ-মায়া ধুলোয় মিশে যায়
প্রত্যাশিত নারী আমার প্রেম পড়ে না।
সম্পূর্ণ