ছলনার স্বচ্ছ—শাদা একটা জাল
তোমার চন্দ্র বিলাসী মুখ
চোখ ঢেকে যাওয়া একগোছা চুল
তোমার সত্য-র আদলে মিথ্যে বলা
আমি কিছুই বুঝিনি, কিচ্ছু না।সম্পূর্ণ

এক জীবনের দুঃখ ভীষণ তার পাশে কেউ নেই,
এক জীবনের উচ্ছলতা,”এইতো আমি এই।”
একটা জীবন কেঁদেই বলে, বেঁধেই রাখো সাথে
একটা জীবন বুক ছুঁইয়ে,”হাত রাখো এই হাতে।”সম্পূর্ণ

হলদে খামে সুগন্ধি মেখে, একটা চিঠি দিই প্রেমিকাকে,
পড়ার টেবিলেই মুখবন্ধ খাম পরে থাকে একযুগ।
ভরদুপুরে দারাজ কন্ঠে দুঃখেরা কষ্ট পরে,
মোহ-মায়া ধুলোয় মিশে যায়
প্রত্যাশিত নারী আমার প্রেম পড়ে না।
সম্পূর্ণ