শুনেন, আমি তো আপনার সুদীর্ঘঃশ্বাসের ভিতর রচনা করবো অন্য এক অবোধগম্য সুফিখানা। আমারে পড়ে পড়ে
মানুষ হয়ে উঠবে বিহ্বল সেই পাখির ছানার মতোন—সম্পূর্ণ

এ এক অদ্ভুত নিরীহ সময়—যার গায়ে লেগে থাকে
পারস্পরিক মৌনতা। থাকে কোলাহল ভরতি আয়ু
অথচ নিঃশ্বাসে জীর্ণ সকাল, সহজতর দূরত্ব।সম্পূর্ণ