চিহ্নটা প্রেমের
2023-09-11
সেই বিষাদ-থরথর, ভঙ্গুর নিঃশ্বাস
জড়িয়ে ধরে বাঁচে পুষ্ট চরের জমিন—
নতুন ভাঙনের পৈচাশিক উল্লাসেসম্পূর্ণ
সেই বিষাদ-থরথর, ভঙ্গুর নিঃশ্বাস
জড়িয়ে ধরে বাঁচে পুষ্ট চরের জমিন—
নতুন ভাঙনের পৈচাশিক উল্লাসেসম্পূর্ণ
শুনেন, আমি তো আপনার সুদীর্ঘঃশ্বাসের ভিতর রচনা করবো অন্য এক অবোধগম্য সুফিখানা। আমারে পড়ে পড়ে
মানুষ হয়ে উঠবে বিহ্বল সেই পাখির ছানার মতোন—সম্পূর্ণ
এ এক অদ্ভুত নিরীহ সময়—যার গায়ে লেগে থাকে
পারস্পরিক মৌনতা। থাকে কোলাহল ভরতি আয়ু
অথচ নিঃশ্বাসে জীর্ণ সকাল, সহজতর দূরত্ব।সম্পূর্ণ
পুরোনো রীতিসর্বস্ব ধ্যান আর অলৌকিক শক্তিপূর্ণ আদেশের ঘোরে ক্রমেই আত্মকেন্দ্রিক হয়ে ওঠা—কী দিলো অবশেষে?
সম্পূর্ণ