পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছু নেই
কেন কালক্ষয়? কে কাকে মনে রাখবে?
আমাদের যশ-খ্যাতি মুছে যাবে, কেউ জানবে না
অপকীর্তি বহুকাল রয়ে যাবে, কেউ ভুলবে না।সম্পূর্ণ

আজো বাইগার জল করে ছল ছল,
হিজলের ডালে ডালে গান গায় ঘুঘু
কিশোরের হৈহুল্লোর, তালাবের জলে পদ্মফুল
গোধুলি আঁধারে জোনাকিরা জ্বালে আলো।
বাইগার পাড়ে হাওয়ায় ওড়ে পিতার পাঞ্জাবি
মাঝি গান গায়- জনগনের নাও মুজিব বাইয়া যাও।সম্পূর্ণ

বেচে আছি তাই, জীবন নদীতে ভাসি
গোমতীর জলে, কদম বৃক্ষের বুকে
আমি মুখোশ বর্জিত-মানুষের বেশে
গায়ের কিষাণ,করি কবিতার কোমল কর্ষণ।
পৃথিবীর বুকে,মায়াবী অক্ষরে,পদচিহ্ন আঁকে
চেতনার দ্যোতনায় সময়ের সোনার সন্তান।সম্পূর্ণ