সুদিন বেহাত ঐতিহাসিক গাথা গাঁথার প্রাক্কালেই,
তবু, আশা-নিরাশার দ্বৈত মৌলের মহাকাশযানে-
লিখা থাকে বিপ্লব পরবর্তী প্রেমের কথা, বিপ্লব শেষে তোমার সাথে সংসার।
সমযোজী না আয়নিক-
কোন মানবিক বাঁধুনিতে জন্ম নিবে মীমাংসিত বিপ্লবের শিশু?
যদিও মানবতা নিখোঁজ হয়ে গেছে সেই কারবালার ক্রন্দনে-
অনেক- অনেক আগে,
ফোরাতের স্রোত তা জানে।
সম্পূর্ণ

প্রথম প্রহরে গল্প থাকে স্বপ্ন সুখের আলেয়ার মতো,
প্রথম জীবনে ছবি থাকে নীল আসমানের নীলিমার মতো,
প্রথম প্রেমে মায়া থাকে উষ্ণ প্রভার আলোর মতো,
প্রথম ভালোবাসায় আবেগ থাকে নীরব ভাবনার ছায়ার মতো।সম্পূর্ণ

মিথ্যে,অবিশ্বাস আর ক্রোধের গল্প ঠিক কৃষ্ণচূড়ার মতোই আমাদের চোখে ফোটে।
ছায়াছবির মতোন চঞ্চল হয়ে ভাসে নৈতিক নিষ্ঠুরতা।
আমি নূহের নৌকা এবং যিশুর ভালোবাসার কাছে আশ্রয় চাই।
সম্পূর্ণ

আমি আরও শক্তিহীন হয়ে বনে যাই-
অতিথিশালায় অভ্যাগত অক্সিজেনের সমষ্টি কেবল।
তোমরা ধূমকেতুকে তাড়িয়ে পৃথিবীকে সূর্যমুখী তেল দিয়ে ভেজে খেতে থাকো।সম্পূর্ণ

পরলোকে চলে যাওয়ার অভিমানে প্রেমহীনতার গণ্ডি ছেড়ে-
কেউ জানে না প্রয়াতদের মিছিল আমার আকুঞ্চিত সত্তা নাড়ে।
কেউ জানে না কোলাহলে বিষাদ আমার আরও বাড়ে নিয়ম করে,
সুদ-মুনাফার নিয়ম মেনে দিনগুনা ঋণ শেষ না হলেও নতুন কোনো ভোরের পরে-
তোমার আমার স্বপ্নঘেরা জীবননদী হঠাৎ যেন শুকিয়ে মরে,
কেউ জানে না, কেউ থাকে না নিজের পরম ‘আপন’ বলে।

সম্পূর্ণ

মানুষ যখন বিস্তর প্রশ্নের ইতিহাস আর অজানা উত্তরের দর্শন পড়ে ক্লান্ত হয়,
তখন সহজ সূত্র মিলে যাওয়া বিজ্ঞানকেই ঈশ্বর ভেবে প্রশান্তি পায়।সম্পূর্ণ