গোলাপের ঠোঁট ছুঁয়ে
প্রিয়তমা,
তোমার পাতলা চিবুক আর
গোলাপের ঠোঁট ছুঁয়ে
কথা দিলাম—
প্রেমিক হবো না।
স্রেফ তোমার জন্যে
একটি
অনবদ্য কবিতা হবো,প্রিয়তমা।
২৮.০২.২০২২সম্পূর্ণ
প্রিয়তমা,
তোমার পাতলা চিবুক আর
গোলাপের ঠোঁট ছুঁয়ে
কথা দিলাম—
প্রেমিক হবো না।
স্রেফ তোমার জন্যে
একটি
অনবদ্য কবিতা হবো,প্রিয়তমা।
২৮.০২.২০২২সম্পূর্ণ
অবশ্য, আমার বেঁচে যাওয়ার দুঃসংবাদ শোনে
আপনি প্রতিবারই থমকে যেতেন।
মাঝেমধ্যে, অনেকটা
ভূতুড়ে আখ্যানের মতো আপনার দু’চোখ
টকটকে লাল হয়ে আসতো,
চিৎকার করে ঘুম থেকে উঠতেন, ভয়ে কাঁপতেন
পাগলের মতো হাসতেন।
মাত্র কয়েকদিন হলো জানাজা ও দাফন হয়েছে
অথচ আপনি হাউমাউ করে কাঁদছেন!সম্পূর্ণ
যেই সৈনিক পাহাড় চূড়ায় উঠতে গিয়ে হোঁচট খেয়ে গড়িয়ে গড়িয়ে পড়েছিল, হাত ও কোমর ভেঙেসম্পূর্ণ
সেদিন রাতে কেউ একজন আমাকে বলেছিলো তুমি যখন একা একা নির্জন মাঠে বসে থাকবে, রড,সম্পূর্ণ
হাতের মুঠোয় সযত্নে রেখে প্রস্ফুটিত গোলাপের সুগন্ধি সমাদরে সংগ্রহ করে নীলাদ্রি হতে সোনালীসম্পূর্ণ
তোমাকে ভালোবেসেছি কিনা এই প্রশ্নের জবাব আমার কাছে নেই, তোমার কাছেও নেই তুমি আমাকে একচুলসম্পূর্ণ
একটি কবিতার কয়েকটি বিতাড়িত শব্দ হাতের মধ্যে নিয়ে দৌড়ে দৌড়ে গ্রহ-নক্ষত্র পেরিয়ে এলাম; সারাদেশসম্পূর্ণ