রিফাত স্যার
ব্যাস্ত জীবনের চারিদিকে যখন,ছিলো হতাশার ছাপ। বিধাতার দেয়া উপহার ছিলো,আপনার আবির্ভাব। প্রথমদিন সবাই যখন,ক্লাস করতেসম্পূর্ণ
ব্যাস্ত জীবনের চারিদিকে যখন,ছিলো হতাশার ছাপ। বিধাতার দেয়া উপহার ছিলো,আপনার আবির্ভাব। প্রথমদিন সবাই যখন,ক্লাস করতেসম্পূর্ণ
এইযে শক্ত করে ধরে রাখা আপনার হাত,
ছেড়ে দিতে চাইনা।
ছেড়ে দিলেই যে চলে যান,
আর ধরতে পাইনা।সম্পূর্ণ
এখন নিজেকে একটু গড়ি,
এখন নিজের জন্য করি।
আর কয়দিন ই বা আছি..?
যে কয়টা দিন বাকি আছে,
নিজের জন্য বাঁচি…?
সম্পূর্ণ
আল্লাহর ধারে তোর জন্য ভিক্ষা করন লাগে।
বাবা মায়ের ধারে বিয়ের তারিখ পেছানোর ভিক্ষা করন লাগে।
স্যার ম্যাডাম গো ধারে নম্বর বাড়ানোর ভিক্ষা করন লাগে।
বন্ধুগো ধারে বন্ধুত্ব ভিক্ষা করন লাগে।
আর সবশেষে সারাদিন,
তোর ধারে আজীবন থাকার ভিক্ষা করন লাগে।সম্পূর্ণ
আমার আপনার ঐ মুচকি হাসিটা দরকার।
আমার আপনার ঐ কালো পাঞ্জাবিটা দরকার।
আমার পুরা আপনারে দরকার।
দরকার।
খুব দরকার।সম্পূর্ণ
আমায় জিজ্ঞেস করা হলো, কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি..?? আমি বললাম, কাকে আবার ; সবাইকে!!সম্পূর্ণ
আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি এ জগতে টিকে থাকার, চেষ্টা করছি আর করেই যাচ্ছি।সম্পূর্ণ
আমি প্রেমে পড়েছিলামএকবার, দুবার, বহুবার।কাউকে ভালােবাসিনি।একজনকে ভালােবেসেছিলাম,প্রেম হলাে না।জানলাম, শুধু ভালােবাসায় প্রেম হয়না।যেমন,শুধু পিলারে ঘরসম্পূর্ণ