ডানা ভাংগা পায়রা
2022-02-02
তুমি শুনতে বাধ্য,
না হয় আমি তোমায় শুনাতে হবো অবাধ্য
প্রয়োজনে হবো হিংস্র
তোমার রক্তে আমি রাংগাবো সিথি
সন্তুষ্টিতে আমার অদৃষ্ট বিধি
আমি নিষ্টুরতায় দাঁড়িয়ে থাকা জলন্ত আগ্নেয়গিরি
সম্পূর্ণ
রহস্যের দরপত্র
2022-01-31
যে সময়ের গন্ধ, স্বাদ এবং রুপ শুধুই তোমার আমার ইজারাধীন
সেই রহস্যের উন্মুক্ত দরপত্র ছেড়েছি
একন্ত তুমিহীনতায় অথাবা তুমি শুন্যতায়
তুমার জন্য লিখা কবিতায় সম্পূর্ণ