বজ্র আওয়াজে নিয়ে নাও আজ রাজপথের দখল,
প্রয়োজনে ক্রাচ বা হুইল চেয়ারে হোক এই মিছিল ;
শ্লোগান ধরো দড়াজ কণ্ঠে বল চীর উন্নত মম শীর ।সম্পূর্ণ

কি বিস্ময়! কারো কোন দুঃখ নাই
ধর্ম আর জাতের লড়াই লড়ছে সবাই ,
মানবতা খুন হলো কারো দায় স্বীকার নাই
রক্তাক্ত হাত নিয়ে দিব্যি দাঁড়িয়ে আছে সবাই ।সম্পূর্ণ

একটা পৃথিবী চাই , চাই একটাই মানচিত্র
কাঁটাতার আর জাতিভেদে হবো অভিন্ন
সকল তন্ত্র ভুলে হবে শুধুই মানবতন্ত্র
এই হোক আমাদের বাঁচার মূলমন্ত্র ৷।সম্পূর্ণ

ভালোবাসা স্রষ্টার মতোই চীরন্তন ;
ভালোবাসা স্রষ্টার মতোই শুদ্ধ ;
ভালোবাসা মায়ের মতোই বিশ্বস্ত ;
ভালোবাসা বাবার মতো নির্ভরযোগ্য ।সম্পূর্ণ

যদিও আমি যথেষ্ট শক্তিশালী নই ;
কিন্তু কার্ল মার্কস, চে গুয়েভারা কিম্বা ফিদেল কাস্ত্রোর মতো কল্পনা করতে পারি ,
আমি ঝড়ের মতো বইতে পারি বিদ্যুৎ এর ঝলকানির মতো চমকে দিতে পারি ।সম্পূর্ণ

যে গণতন্ত্রটা এসেছিলো বিজয়ীর বেশে
সে গণতন্ত্র আজ মুখ থুবড়ে পরে আছে ,
আর পরিবারতন্ত্র বিজয়ীর বেশে ঘুরছে
নির্বোধ বাঙালী তাতেই হাততালি দিচ্ছে ৷সম্পূর্ণ