আমার কাছে কবিতা
কবিতা মানে বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে অক্ষরের রক্তপাতে জন্ম দেওয়া এক একটা শব্দবোমা।সম্পূর্ণ
কবিতা মানে বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে অক্ষরের রক্তপাতে জন্ম দেওয়া এক একটা শব্দবোমা।সম্পূর্ণ
বজ্র আওয়াজে নিয়ে নাও আজ রাজপথের দখল,
প্রয়োজনে ক্রাচ বা হুইল চেয়ারে হোক এই মিছিল ;
শ্লোগান ধরো দড়াজ কণ্ঠে বল চীর উন্নত মম শীর ।সম্পূর্ণ
আমাদের থমকে যাওয়ার সময় মর্মান্তিকই হয় ;
তবে ভালোবাসার জন্যই থাকে অফুরান সময় ।সম্পূর্ণ
একটা পৃথিবী চাই , চাই একটাই মানচিত্র
কাঁটাতার আর জাতিভেদে হবো অভিন্ন
সকল তন্ত্র ভুলে হবে শুধুই মানবতন্ত্র
এই হোক আমাদের বাঁচার মূলমন্ত্র ৷।সম্পূর্ণ
ভালোবাসা স্রষ্টার মতোই চীরন্তন ;
ভালোবাসা স্রষ্টার মতোই শুদ্ধ ;
ভালোবাসা মায়ের মতোই বিশ্বস্ত ;
ভালোবাসা বাবার মতো নির্ভরযোগ্য ।সম্পূর্ণ
তুমি আমার সাথে দুঃখের আগুনে জ্বলতে পারবেনা
তোমাকে জ্বলতে হবে এই পৃথিবীর আগুনে। সম্পূর্ণ
চোর এসে দুঃখ কষ্ট সবকিছু চুরি করে নিয়ে যাবে;
শুধু এই অপেক্ষাতে আজকে ঘরের দরজা খোলা থাকবে। সম্পূর্ণ
যে গণতন্ত্রটা এসেছিলো বিজয়ীর বেশে
সে গণতন্ত্র আজ মুখ থুবড়ে পরে আছে ,
আর পরিবারতন্ত্র বিজয়ীর বেশে ঘুরছে
নির্বোধ বাঙালী তাতেই হাততালি দিচ্ছে ৷সম্পূর্ণ