ফিরতি বাস, ফিরতি ট্রেন, শেষ ক্লাসেরও ঘন্টা!
সব কিছু আসে, নিয়ম মেনে ফিরে যায়।
শুধু ঘুম ভেঙ্গে উঠে দেখি বেল বেজে যায়
ছেড়ে যাওয়া রিক্সায়।সম্পূর্ণ

কারো ইচ্ছার বাহিরের আবাসন,কারো অভিরুচিতে নষ্ট নিমগ্ন,হয়তো হালকা ছোঁয়ায় বিক্ষিপ্ত ছোঁয়াচে।অমিমাংসিত পংকতি গুলো বিচ্ছিন্ন উঠোনসম্পূর্ণ