তোমার ছায়া…
2021-10-18
যত্রতত্র রঙ বদলানো মানুষ
হিংসার আগুন উড়িয়ে দেয় ফানুশ
সেই ফানুশে প্রেম ছিল বাঁধা
রাতের আকাশে তারারাও বড্ড একাসম্পূর্ণ
যত্রতত্র রঙ বদলানো মানুষ
হিংসার আগুন উড়িয়ে দেয় ফানুশ
সেই ফানুশে প্রেম ছিল বাঁধা
রাতের আকাশে তারারাও বড্ড একাসম্পূর্ণ
যদি কবি হতাম…প্রতিটা কবিতায় তোমাকে উজাড় করে দিতামকবিতার প্রতি চরণ তোমাকে উৎসর্গ করে,সবটুকু ভালবাসা মেখেসম্পূর্ণ