আমার অদ্ভুতরে সেই ঘর
যেখানে রঙ ছিলো, স্বপ্ন টাঙানোর বোর্ড ছিল
আজ সে ঘরে তুমি নেই
রঙের কৌটো পড়ে আছে, কোন তুলি নেই
নোটিস বোর্ড আলপিল এলোমেলো, কোনো স্বপ্ন টাঙানো নেইসম্পূর্ণ