শুয়ে আছি—
হাইফেনে, এবার দেবে বুঝি নীলিমা অপার
প্রস্তর হয়ে আছি, দাও বরষা বিরাম—
আরো দাও স্বচ্ছল দু’টি আঁখি, তারে তুলে ধরি
দেই অতল সাঁতার—
সম্পূর্ণ