জেব্রাক্রসিং
2022-02-08
শুয়ে আছি—
হাইফেনে, এবার দেবে বুঝি নীলিমা অপার
প্রস্তর হয়ে আছি, দাও বরষা বিরাম—
আরো দাও স্বচ্ছল দু’টি আঁখি, তারে তুলে ধরি
দেই অতল সাঁতার—
সম্পূর্ণ
শুয়ে আছি—
হাইফেনে, এবার দেবে বুঝি নীলিমা অপার
প্রস্তর হয়ে আছি, দাও বরষা বিরাম—
আরো দাও স্বচ্ছল দু’টি আঁখি, তারে তুলে ধরি
দেই অতল সাঁতার—
সম্পূর্ণ
একটা কিছু করো – তুমি
একটা কিছু করো
জাপটে ধরে গহীন তুমি –
আঁধার লহর ভাঙো
সম্পূর্ণ
মানুষ সম্পর্কে সম্যক ধারণা গ্রহণের পূর্বে জেনেছি আমার মা’কে তাকে জেনেছি যাবতীয় আকাশ, মহীরুহ, সমুদ্রসম্পূর্ণ
জীবন্ত এক জাদুঘর নিয়ে ঘুরে বেড়াবো, কেউ দেখবে না। দর্শনার্থী ছবি তুলবে না, আকৃষ্ট হবেসম্পূর্ণ
ইচ্ছে করে কেরোসিনে পুড়িয়ে দেই এই দহন জ্বেলে দেই হাজার ওয়াটের বাতি অন্ধকারের বুকে বিষাদেরসম্পূর্ণ