উদাস দুপুর ডানায় মেখে প্রেমাহত পাখি—বর্ষাধারায় হামাগুড়ি দিয়ে ওড়ে ব্যথার পালকে মরমীগাঁথা স্বপ্ন লুকিয়ে ঠোঁটেসম্পূর্ণ

পৃথিবীও বদলায় রহস্যের ঘেরাটোপে বদলায় মানুষের মুখ! বদলে যায় মায়ামগ্ন জীবন নিয়তির নিয়মে,শ্রীপৃথিবী জানে— বদলেসম্পূর্ণ

কেবল তুমিই দেখ না অন্ধকারের ভেতরকার প্রগাঢ় বেদনা সেও তো প্রহরের অনুমিত দুঃখ কুহক রাত্রিরসম্পূর্ণ

প্রতিটা ভোরই বাসনার হলুদভেজা গোধূলি পেরোয়, অতঃপর— যাপন করে রাত্রির অফুরন্ত নিস্তব্ধতা আর—নিয়তির অন্ধকারে দীর্ঘসম্পূর্ণ

বুকের নদীতে জমেছে সন্ধ্যা রাতের ঢেউ আছড়ে পড়ে জ্যোৎস্নার দহনদৃশ্যে নিশিথের নিদারুণ ছায়া জড়িয়ে নিশ্চুপসম্পূর্ণ