সাত চড়ে রা নেই
ভালবাসি বলেই সব সহ্য করি মুখ বুজে,
চোখ বুজে দ্বিধাহীন সব মেনে নিই যা -ই বল,
সাত চড়েও টু শব্দ নেই; ভালবাসি বলেই।সম্পূর্ণ
ভালবাসি বলেই সব সহ্য করি মুখ বুজে,
চোখ বুজে দ্বিধাহীন সব মেনে নিই যা -ই বল,
সাত চড়েও টু শব্দ নেই; ভালবাসি বলেই।সম্পূর্ণ
স্বপ্ন ভাঙ্গার ডরে, এ আকালে আমিও দিশেহারা
তেমনি কেঁদে উঠি, কেঁপে উঠি মাঝরাতে; একা।সম্পূর্ণ
তুমি নেই। কোথাও কিছুরই হয়নি বিন্দু-বদল;
শুধু আমার কিছু সুদূর অতীত সময়
অচল হয়ে যাওয়া খুচরো পয়সার মতো ক্ষয়ে গেছে।সম্পূর্ণ