শাওনের ধারা
পথের কিনারে পড়িয়া রহিলো
ঝরা বকুলের থোকা,
বিষাদ ছড়ানো মনের উঠানে
লাগিলো যে ঘুণপোকা।সম্পূর্ণ
পথের কিনারে পড়িয়া রহিলো
ঝরা বকুলের থোকা,
বিষাদ ছড়ানো মনের উঠানে
লাগিলো যে ঘুণপোকা।সম্পূর্ণ
লুকালো কোথায় প্রাণের প্রিয়তমা
হারায়ে গিয়াছে কবে,
বিনি সুতি গাঁথা ফুল্য মালাটি
অযতনে কি পড়ে রবে?সম্পূর্ণ
কুঁড়েঘর, অতি গর্বেতে হাসে,
কহে, জানোকিহে বন্ধু
হতে পারি জীর্ণ-শীর্ণ,
তবু কর্তা আমারে অতিশয় ভালোবাসে।সম্পূর্ণ
ধূসর পান্ডুলিপিটাকে খুলে ধরলাম
চোখের সমুখে,
স্মৃতিগুলো সব সুনামির দ্বারা, উদ্বেলিত হলো
চমকিত পলকে।সম্পূর্ণ
তবুও, কেন জানি কেউ কাঁদে-
জানে যে এর কোন মূল্য নেই,
এতে কোন সমাধান কোন কালেই হবার নয়,
তবুও কাঁদে-
আর সে সব কান্নার কোন প্রতিচ্ছবি নেই।সম্পূর্ণ
তবুও প্রচেষ্টা, অনাদিকালের গহ্বরে
ডুবে গিয়েও,
জীবনের লাগামহীন ঘোড়াটাকে নিয়ে
ছুটে চলার, কি আপ্রাণ প্রয়াস!সম্পূর্ণ
কেগো এসে ভোরের যুঁথী যাও কুড়িয়ে আবির রাঙা সূর্যি দিলো প্রাণ জুড়িয়ে। গাছের ছায়ে ডাকছেসম্পূর্ণ