“সুখে থাকার কথা বলে করো না উপহাস
এই প্রেমিক তোমারই ভালবাসার দাস,
আমি তোমাকে চাই পাই বা না পাই
তোমাকে না পেলে কোন কালে আমার সুখ নাই…”
সম্পূর্ণ

পহেলা বৈশাখ নিয়ে কেন হইচই
পহেলা বৈশাখ না থাকলে বাঙালিত্ব কই?
পহেলা বৈশাখ না থাকলে থাকবে না বাঙালি জাতি
পহেলা বৈশাখ বাঙালির আঁধার ঘরের বাতি।সম্পূর্ণ

যৌবন কাল কে করো না অবহেলা
যৌবন কাল পার হলে পারবে না প্রেমখেলা,
যৌবন কালে ঠিক রেখ যৌনতাল
যৌবন কালে পারবে ভুঞ্জিত সব জঞ্জাল… সম্পূর্ণ

ধর্ম পাহাড় মানুষের বুকে
ধর্ম পাহাড়ের জন্য মানুষ নেই সুখে,
ধর্ম পাহাড় দিচ্ছে মানুষ কে চাপ
তাই বাড়ছে মানুষের মাঝে বিভেদ উত্তাপ….সম্পূর্ণ