এখানে এখন শান্তির নামে যুদ্ধ নামে
এখানে এখন পতিতা পতিতাকে পতিতা বলে গালি দেয়
যুদ্ধবাজ দখলদার গলা উঁচিয়ে যুদ্ধের বিরুদ্ধে চেঁচায়!সম্পূর্ণ

বাতাসের কানে কানে মায়ের বলা অজস্র গল্প— ভেঙে ছিলো সকল অলসতার ঘুম
বঙ্গোপসাগরের গর্জনের মতো তেঁতে উঠেছিল আমাদের বজ্রকণ্ঠ
থামাতে পারেনি হায়েনাদের বুলেট! আমরা মায়ের ভাষায় কথা বলতে
ঘুরিয়ে দিয়েছি ইতিহাস! অথচ এখন এখানে ইটের সৌধ গড়ে
সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যায় বাতাস কাঁপাও যতসব ভিনদেশি ভাষায়
কি যে যন্ত্রণায় জ্বলছে আত্মা আমাদের!
দোহাই মায়ের; বাংলিশ বুলেটে বিদ্ধ করো না শহীদি আত্মা!সম্পূর্ণ