এসো স্পর্শ করো
এসো। ছোঁও।সম্পূর্ণ পাথর হয়ে গেছি কিনা, দ্যাখো।পাথরের বুক থেকে মাংস নাও,পাঁজরের রিডে রিডে চাপ দাও দশটিসম্পূর্ণ
এসো। ছোঁও।সম্পূর্ণ পাথর হয়ে গেছি কিনা, দ্যাখো।পাথরের বুক থেকে মাংস নাও,পাঁজরের রিডে রিডে চাপ দাও দশটিসম্পূর্ণ
আমার হাতে কোনও শাবল ছিল না,বাটালিও নয়,তবু, এতদিন তিলে তিলে গড়ে তোলা দুর্গএক দুপুরের বৃষ্টিতেসম্পূর্ণ
আজ রাতে যখন চারপাশ সুনসান,মশারির অনের নিচু থেকে অম্লজান টানার শব্দ,গলি-উপগলি-কানাগলির শিরায়, টানেলে ঝুপঝাপ অন্ধকার,গাড়িবারান্দার নীচে ঘর-ছুট্ মানুষ আরসম্পূর্ণ
বুকের রক্ত মুখে তুলে যারা মরেওপারে ঢাকায় এপারের শিলচরেতারা ভালোবাসা-বাংলাভাষার জুড়ি—উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।সম্পূর্ণ
মেঘের খোঁপায় ফুটেছে আলোর ফুল,তোমাকে কি দেব অনন্য উপহার ?কোন ঘাটে পারহ’তে চেয়েছিলে খুঁজে অনুকুলসম্পূর্ণ
ওর মা মরেছে আটষট্টির বন্যায়বাপ এ সনের খরায়,ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছিঃও যে যমেরসম্পূর্ণ
কাঠের চেয়ারে বসে থাকতে থাকতেমানুষও একদিন কাঠ হয়ে যায়।তার পায়ের আঙুলগুলোশিকড় হয়ে চাড়িয়ে যায় মেঝেরসম্পূর্ণ
কাল সারারাতএকটা ছেলেকে ফলো করতে করতেআমার স্বপ্ন ক্লান্ত হয়ে গেছে।গোড়ালি-ছেঁড়া পাজামআর মভ্ রঙের পাঞ্জাবি পরাসেইসম্পূর্ণ
স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র— তার নাম ভারতবর্ষ।সম্পূর্ণ