একটি মানুষকে আমি খুঁজছি চোখে পুলসিরাতে ক্লান্তি নিয়ে,
রাস্তায় শিশু যাকেই পাচ্ছি তাকেই কবিতা শোনাচ্ছি ‘ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো রে! যদিও তখন উত্তাপ দুপুর। সম্পূর্ণ

নিদ্রাহীন নির্লজ্জ রাতে
চাদরও তো ভাঁজ পড়ে যায় নব বধুর হাতে।
জাতীয় সাংসারিক চিন্তার ফাঁকফোকরে
আমার শরীরে কবিতা ভর ক’রে। সম্পূর্ণ

আর সেদিন যেদিন জাতিসংঘের সম্মেলনে দাঁড়িয়ে রাষ্ট্র প্রধান মুখ ফুসকে বলে দেবেন তার প্রিয় কবিতার বইয়ের উৎসর্গপত্র।
আমাদের ঢের কথাছিল সালমা ও জুনাঈদের বিয়ের দেনমোহর হবে একটি গণতান্ত্রিক কবিতা। সম্পূর্ণ