তুমি কি খুব অবাক হবে,আগের মতোন
হয়তো; তোমার চোখের কোলে রোদ্দুর
যে চোখ ছিল ঝড়ের পরে সমুদ্রের মতোন
অনায়াসেই ডুবে যেত হিংসার নাবিক, জাহাজ ভাঙচুর। সম্পূর্ণ

ফিরে এসো মায়াবতী
গঙ্গা হও, তোমার জলে পবিত্র হবো
ফিরে এসো মায়াবতী
বাটারফ্লাই ইফেক্ট বুঝিনা ভালো ;
চেতনায় আমি সাম্প্রদায়িক তোমার অভাবে
ব্ল্যাকহোলে হারিয়ে যাওয়া নক্ষত্রের মতো
আজ আমি নিখোঁজ আমার সমাজে।সম্পূর্ণ

শরীর কেঁপে মন খারাপের জ্বর আসে যদি
এইসব বিষন্ন বিকেল অথবা সন্ধ্যা অবধি
নির্ঘুম রাত, বোবাকান্না মিশে যায় যদি পাখির ঠোঁটে
তবুও বলবো না, ফিরিয়ে নাও আমায়।সম্পূর্ণ