শিশির সকালে ভেজা, ঘাস হালকা কুয়াশায়,
প্রকৃতিতে বেজে ওঠে ,শীতের আগমনী বার্তায়। 
ঘাসের মাথায় হীরার মতো,শিশির ঝলমল,
বাগানে শিউলি কামিনী ফুলের ঘ্রাণে টলমল।সম্পূর্ণ

গোলাপী, ধূসর, রঙিন, নীল রশ্মি
সূর্যে প্ররোচিত আশ্চর্য আঁকা, প্রতিচ্ছবি ,
আকাশের পানে কখনো ছায়াময় দ্রুতি।
তুলতুলে, যেন আঁকা, রং তুলিতে রবি।সম্পূর্ণ