এইযে তোমাকে পাবো না
তোমাকে না পেলে কি-ই বা হবে আর
এইসব যন্ত্রণা রেখে দিবো আমার মস্তিষ্কে ও গ্রীবায়!
একসময় যন্ত্রণার বয়স হবে
বয়সের ভারে নতজানু এ যন্ত্রণা
আর আমাকে পীড়া দেবে না!
এইযে তোমাকে পাবো না
তোমাকে না পেলে কি-ই বা হবে আর
এইসব যন্ত্রণা একদিন আমাকে আর পীড়া দেবে না!