আমি আছি এইতো
ঐ নীলে, তোমার আকাশের অথৈ নীলে
তোমার ঘুম ভাঙানো আলোয় মিশে আছি আমি
আমাকে খুঁজে দেখো তোমার কোমল হাসিতে
তোমার নখের নিচে আমি সহজেই ঘুমিয়ে আছি দেখো
তোমার চুলোর আগুনে-
চুল পড়া ভাতে আমি নিশাচর হয়ে বসে আছি
তুমি কাঁদছো কেন?
এইতো আমি আছি!
2023-12-02