হাত ধরো__
আমার লোহাশক্ত টানটান বৃদ্ধ হাতটি
সূর্য-পোড়া এতোদিনের প্রাচীন আমার ক্লান্ত হাতটি ধরো
তোমার একটু স্পর্শ কতটুকু তোলপাড় করবে আমাকে
লক্ষ্য করো ভোরবেলার কুয়াশার দিকে
কীভাবে জীর্ণ আকাশটিকে স্পর্শ করে আছে ফোঁটায় ফোঁটায়
ক্লান্তিহীনভাবে
চুপচাপ অন্ধকার যেভাবে স্পর্শ করে থাকে নির্ঘুম কবিতাযাত্রী
স্পর্শ করো
আমার হাতটি ধরো
পুরো কবজি জুড়ে ধরো
ধরে থাকো দিনমাস, বছর, আজীবন!
2023-12-13