আমাকে বিজয়ী করো
নক্ষত্র জুড়ে আমি তোমার ভিতরেই আছি
নেশাগ্রস্তের মতো ভয়ানক হয়ে
আমার বুকে একটা ভালোবাসার লাটিম
উন্মত্ত ঘূর্ণিতে বিলিয়ে দিচ্ছে কাপুরুষতা!
কাপুরষ বনাম ভালোবাসা
আমাকে বিজয়ী করো এ যুদ্ধে
নির্মূল করো অবিশ্বাসীর মদ্যপ দেয়াল
দূর করো সভ্যতার নির্লিপ্ত কাপুরুষতা
আমি তোমার নিঃশ্বাসের সুগন্ধি হবো
তোমার গানের মহড়ায় নীলকন্ঠে সুর মিলাবো
ভালোবাসবো আকাশআঁতুড় তুমিময় হয়ে!
আমাকে বিজয়ী করো!
2023-11-18