Review This Poem

তোমার ফিরবার পথ চেয়ে আমার সমস্ত অপেক্ষা
দাঁড়িয়ে থাকতে থাকতে
গাছ হয়ে গেছে

নদী হয়ে গেছে দু-চোখের জল

একের পর এক জন্মদিন পেরিয়ে গেলে
আমি বিষণ্ণতায় ভুগি

তুমি ছাড়া,
আমি ছাড়া এ মন আমার পুরো শ্মশান হয়ে গেছে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments