প্রত্যাখ্যান করো ততবার,
যতবার আমি তোমার কাছে যেতে চাই সংগোপনে
দুঃস্বপ্নের মতন
প্রত্যাখ্যান করো ততবার,
যতবার আমি হাওয়ায় হাওয়ায় ছুঁয়ে যেতে চাই তোমার মুখ
একমাত্র এই প্রত্যাখ্যানই পারে
আমাকে তোমার ক্লান্ত ঘুমহীন রাতের সাথি
জ্বলন্ত মোমবাতি করে দিতে ।
তাই প্রত্যাখ্যান করো,
আমাকে গ্রহণ করলে নিভে যাবে ঘরের আলো, চারদেওয়ালের মাঝে
শুধু নাভিশ্বাস
বেদনার করাঘাত প্রতি রাত্রি দিন ।