আমার অপেক্ষার উপর প্রতিদিন তোমার
ক্লান্তিহীন মুখ
ঝরে পড়ে
ভোর বেলাকার কৃষ্ণচূড়া হয়ে
হে কৃষ্ণচূড়া, তোমার মুখের দিকে চেয়ে আজও
আমার সূর্য জেগে ওঠে
নক্ষত্র খসে পড়ে
ঝিরিঝিরি বাতাস খেলা করে যায়
কোন ভাষায় আর তোমাকে ডাকবো বলো যদি
মানুষ হয়েও না বোঝো মানুষের
নিয়মিত অশ্রুক্ষয় ।