সমুদ্রের কিনারে বসে আমি দেখছি
বিকেল ফুরিয়ে যাচ্ছে একটু একটু করে
জলের উপর দিয়ে ঘননীল একটা শাড়ি পরে দু-হাত বাড়িয়ে
যেন তুমি
ছুটে আসছো আমার দিকে
ঢেউ ।
আমি তোমার না ভুলতে পারা মুখ
ভুলে যেতে চাই কিন্তু
চোখে নেমে এসেছে অন্ধকার
সমুদ্রের কিনারে বসে আমি এখন শুধু শুনছি এই
অন্ধকারের ভিতর
আমাকে জড়িয়ে ধরার জন্য তুমি যেন ফুসছো
জোয়ার ।
আমি তোমার না ভুলতে পারা শব্দ
ভুলে যেতে চাই কিন্তু
এখন গভীর রাত চোখ সাদা
চতুর্দিক নিস্তব্ধ
সমুদ্রের নিকটে শুয়ে আমি শুধু অনুভব করছি তোমার
ঘনঘন প্রশ্বাস বাড়ছে
হাওয়ার ভিতর ।
আমি তোমার না ভুলতে পারা প্রেম
ভুলে যেতে চাই কিন্তু পারি না
তরঙ্গে তরঙ্গে তুমি যে
শুধুই আমার ।