একবার ক্রিসমাসের দিন
হঠাৎ কুড়িয়ে পাওয়া প্রেম নিয়ে গিয়ে দাঁড়ালাম
গডের সামনে
ক্যান্ডেল জ্বালিয়ে মনে মনেই বললাম
হে গড, হিম সন্ধ্যেবেলা প্রত্যেকটা ক্রিসমাস আমি যেন এভাবেই
আমার প্রেম মুঠো করে ধরে রেখে
তোমার সম্মুখে সামান্য উষ্ণতা আর কিঞ্চিৎ আলো
জ্বেলে রেখে যেতে পারি ।
গড আমার কথা শুনতে পেয়েছিলেন কিনা জানি না
জানি না, গডের আলো আর উষ্ণতা
প্রয়োজন ছিল কিনা
তবে আজ জানতে পেরেগেছি কুড়িয়ে পাওয়া প্রেম
সহজেই হারিয়ে ফেলে মানুষ
ঈশ্বর তো কেবল ঝুলেই থাকেন পেরেকে ।