বাংলা কবিতা, আবদার কবিতা, কবি মোহন দাস - কবিতা অঞ্চল
4.7/5 - (3 votes)

আমি চাই একবার সত্যি করে এ হাতটা তুমি ছোঁও
মিথ্যে মিথ্যে না হয় হোক তবু ছোঁও,
একবার অন্ততঃ একটিবার আমাকে ছুঁয়ে
কিংবা না ছুঁয়েই
মিথ্যে মিথ্যে বলে যাও তুমি; ভালবাসি ভালবাসি ভালবাসি ।

আমি চাই একবার শুধু একটিবার
দেখা হোক আমাদের,
আমরা একে অপরের দিকে কিংকর্তব্যবিমূঢ় চেয়ে থেকে থেকে

শিশিরের মতন ঝরে পড়ি মধ্যরাতে
আমাদের প্রেম গোপনে বেড়ে উঠুক পাহাড়ের গুহায়, অন্ধকারে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments